পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

ঘোলদাড়ি জামে মসজিদ


ঘোলদাড়ি জামে মসজিদ         

       
জেলা  :   à¦šà§à§Ÿà¦¾à¦¡à¦¾à¦™à§à¦—া
উপজেলা  :   à¦†à¦²à¦®à¦¡à¦¾à¦™à§à¦—া

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামে রয়েছে প্রাচীন এই মসজিদটি। এটি আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। জানা যায়, এটি একসময় গভীর জঙ্গলে আবৃত ছিল। পরবর্তীতে জঙ্গল পরিষ্কার করে মসজিদটি ব্যবহারের উপযোগী করে তোলা হয়। মসজিদটিতে কিছু সংস্কার করা হলেও এর মূল কাঠামোর প্রাচীনরূপটি আজও অক্ষুন্ন রয়েছে।



ঘোলদাড়ি জামে মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট এবং প্রস্থে প্রায় ১০ ফুট লম্বা। মূল মসজিদের ভেতরে দুটি সারি রয়েছে। এই দুই সারিতে প্রায় ৬০ জন মানুষ নামাজ পড়তে পারে। মসজিদের চার দেয়ালের চার কোণে চারটি বুরুজ রয়েছে। এই বুরুজগুলোর উপর ছোট আকৃতির চারটি গম্বুজ দেখতে পাবেন। মসজিদের পুর্ব দেয়ালে তিনটি দরজা রয়েছে। এই দরজাগুলোর মধ্যে দুটি বুরুজ দেখতে পাবেন। বুরুজগূলোর উপর ছোট ছোট গম্বুজ নির্মাণ করা হয়েছে। মসজিদের অভ্যন্তরের দেয়ালে ফুল, লতাপাতার টেরাকোটা রয়েছে। কালের বিবর্তনে সেগুলো আজ নিশ্চিহ্ন প্রায়। মসজিদটি ছোট ছোট ইট এবং চুন-সুড়কি দ্বারা নির্মিত। জনশ্রুতি আছে, এটি এই জেলার প্রথম নির্মিত মসজিদ। অনেকের মতে মসজিদটি ১০০৬ খ্রিষ্টাব্দে নির্মিত। তবে এই তথ্যের কোন নির্ভরযোগ্য প্রমান পাওয়া না গেলেও এটি যে অতি প্রাচীন একটি মসজিদ সেটি নিঃসন্দেহে বলা যায়।


.         

মসজিদটি দেখতে হলে চুয়াডাঙ্গা শহর হতে আলমডাঙ্গা উপজেলার রেলওয়ে স্টেশনে যেতে হবে। সেখান থেকে স্থানীয় যানবাহনে করে ঘোলদাড়ি গ্রামের ঘোলদাড়ি বাজরে যেতে হবে। চুয়াডাঙ্গা জেলার পুরোনো বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন থেকেও স্থানীয় যানবাহনে করে সরাসরি ঘোলদাড়ি বাজরে যাওয়া যাবে। এই ঘোলদাড়ি বাজারের প্রায় ১ কিলোমিটার দূরে রয়েছে প্রাচীন এই মসজিদটি।



Last Updated Date of This Artical : 2019-03-08



      Share This on FB          


চুয়াডাঙ্গা  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

চুয়াডাঙ্গা  জেলার হোটেল/মোটেল  
Hotel Royel Blue & Community Center (Type: Residential Hotel)
Molla Tower-2
Shahid Alaul Islam Khokon Road (V.J School Road)
Contact : +880 1704564055, +880 1999092241, +880 1725186567

Hotel VIP (Type: Residential Hotel)
Shahid Abul Kashem Road (Badur Tola)
Contact : +880 761 63311
Mobile : +880 760030206, +880 1882728838
Email : hotelvip31@gmail.com

Hotel Soyon Bilash (Type: Residential Hotel)
Shohid Abul Kashem Road
In-font of Town Field
Contact : +880 1762505074, +880 1974505074


চুয়াডাঙ্গা  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

চুয়াডাঙ্গা  জেলার রিসোর্ট  

চুয়াডাঙ্গা  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Alamdanga     :     OC Alamdanga Police Station     :     01713-374237
Chuadanga Sadar     :     OC Chuadanga Police Station     :     01713-374236
Damurhuda     :     OC Damurhuda Police Station     :     01713-374239
Jibannagar     :     OC Jibannagar Police Station     :     01713-374238

চুয়াডাঙ্গা  জেলার ট্যুরিস্ট পুলিশ  

চুয়াডাঙ্গা  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান